আবরার হত্যার ঘটনায় লজ্জিত ছাত্রলীগ: জয়
নিউজ ডেস্ক:
আবরার হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।
বুধবার (৯ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আবরার হত্যার ঘটনায় লজ্জিত ছাত্রলীগ। ছাত্র রাজনীতি নিষিদ্ধের নামে কেউ কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করা হচ্ছে তা মেনে নেয়া হবে না বলেও জানান জয়।
জয় বলেন, একটি কুচক্রী মহল আবরার হত্যার ঘটনায় ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দেশবিরোধী চুক্তির ধোঁয়া তুলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। কিছু নামসর্বস্ব সংগঠন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগ এটা মেনে নিতে পারে না। ছাত্রলীগ এ ষড়যন্ত্র সর্বাত্মকভাবে মোকাবিলা করবে। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সব নেতাকর্মীকে সতর্ক থাকার আহ্বান জানান।