বৈরুতে প্রবাসী বাংলাদেশিদের মারামারি
প্রবাস ডেস্ক
স্বেচ্ছায় দেশে ফিরতে করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে যাওয়া বাংলাদেশিরা ল্যাবরেটরির সামনে মারামারি ও উচ্ছৃঙ্খল আচরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন লেবাননে বাংলাদেশ দূতাবাস । মারামারি কারণে করোনা পরীক্ষা বন্ধ করে দিয়েছে দেশটি।
এর পর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ দিলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ পদক্ষেপ নেয়। এ ধরনের আচরণের কারণে অবৈধ ও কাগজপত্র ছাড়া লেবাননে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে পাঠানো কঠিন হয়ে পড়বে।
এখন থেকে দেশে ফেরার জন্য কোভিড-১৯ পরীক্ষা নিজ নিজ দায়িত্বে করে নিতে হবে এবং পরবর্তী ফ্লাইটের জন্য করোনা পরীক্ষা যাত্রীরা নিজ দায়িত্বে সম্পন্ন করবেন।