স্ত্রীকে হত্যার পর ট্রেনের নিচে ঝাঁপ দিল স্বামী
সময় সিলেট ডট কম
গাজীপুরের কালিয়াকৈরে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে স্বামী। বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘাতক স্বামী উপজেলার চন্দ্রা মন্ডলপাড়া গ্রামের সোনাম উদ্দিনের পুত্র। দুলালের স্ত্রীর নাম আয়েশা আক্তার (৩২)।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে দুলাল মিয়া তার স্ত্রী আয়েশাকে শ্বাসরোধ করে হত্যা করেন। তাকে হত্যার পর দুলাল উপজেলার কালামপুর (খাজার ড্যাগ) এলাকায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। তিনি আত্মহত্যা করার আগে মেয়ে শিফাকে টেলিফোনে জানান—‘আমি তোর মাকে মেরে ফেলেছি। আমি আর বাঁচব না।’ এ ঘটনার কিছুক্ষণ পরই বাড়িতে খবর আসে দুলাল ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন।
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।