অবশেষে করোনামুক্ত হলেন মাশরাফীর বাবা-মা
স্পোর্টস ডেস্ক
গত ৭ আগস্ট প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হোন নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মর্তুজা স্বপন ও মা হামিদা মর্তুজা। দীর্ঘ ১৬ দিন লড়াই করার পর অবশেষে করোনামুক্ত হয়েছেন গোলাম মর্তুজা ও বলাকা মর্তুজা।
গতকাল শনিবার (২২ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’- এর কর্মকর্তা রাসেল বিল্লাহ। এছাড়া মাশরাফীর মামি কামরুন নাহার কুহু ও ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া তুহার দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট নেগেটিভ আসে।
জানা গেছে, শরীরে করোনার উপসর্গ থাকায় গত ৬ আগস্ট বৃহস্পতিবার মাশরাফীর বাবা গোলাম মর্তুজা স্বপন, মা হামিদা মর্তুজা, মামি কামরুন নাহার ও ছোট ভাই মুরসালিনের স্ত্রী সুমাইয়া খাতুন নমুনা দেন। পরে শুক্রবার (৭ আগস্ট) রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এর আগে গত করোনাক্রান্ত হয়েছিলেন খোদ মাশরাফী ও তার স্ত্রী সুমনা হক। আক্রান্ত হওয়ার পর বাসায় থেকেই চিকিৎসা নেন তারা।