কাল থেকে নিষেধাজ্ঞা মুক্ত সাকিব
সময় সিলেট ডট কম
ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও তা গোপন করার দায়ে সাকিব আল হাসানের ওপর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) যে নিষেধাজ্ঞা দিয়েছিল তার শেষ দিন চলছে আজ। কাল বৃহস্পতিবার থেকে আগের মতোই বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হবেন তারকা এই অলরাউন্ডার।
জুয়াড়ির কাছ থেকে একাধিকবার সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষকে না জানানোয় গত বছরের ২৯ অক্টোবর সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হলেও এর মধ্যে এক বছরের শাস্তি স্থগিত। সে অনুযায়ী, ২৯ অক্টোবর শেষ হচ্ছে সেই শাস্তি।
নিষেধাজ্ঞার কারণে খুব বেশি ক্রিকেট মিস করতে হয়নি সাকিবকে। কেননা করোনার কারণে দীর্ঘ একটা সময় কোনো ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মাঠে গড়ায়নি।
মার্চের পর ঘরোয়া ক্রিকেট ফেরার কার্যক্রম শুরু হলেও এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেনি বাংলাদেশ। নিষেধাজ্ঞার কারণে সাকিব মিস করেছেন কেবল ভারত সফর, পাকিস্তান সফর ও ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ।
বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে দ্বিতীয় টেস্ট দিয়ে সাকিবের অফিশিয়াল ক্রিকেটে ফেরার কথা ছিল। কিন্তু সফরটি স্থগিত হয়ে যাওয়ার পর দেশে ফিরেও গত ১ অক্টোবর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।
এদিকে, বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন কদিন আগেই জানিয়েছেন, আগামী মাসে বিসিবি’র ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে সাকিব ক্রিকেটে ফিরবেন। সে হিসেবেই নভেম্বরের প্রথম সপ্তাহেই দেখা যাবে সাকিবের খেলা।