আদালত প্রাঙ্গনে জুডিসিয়াল স্বপ্ন বিলাসের উদ্বোধন
সময় সিলেট ডট কম
সিলেটের আদালত প্রাঙ্গনে জুডিসিয়াল স্বপ্ন বিলাস রেস্ট হাউস এর উদ্বোধন করা হয়েছে। অত্যন্ত নিরিবিলি মনোরম পরিবেশ ও সুসজ্জিত পরিসরের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবনের ৬ষ্ঠ তলায় এই জুডিসিয়াল স্বপ্ন বিলাস (রেস্ট হাউস) এর উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটের জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান।
চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাঁকন দে-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রসেস সার্ভার আব্দুস সাত্তার তরুণ। পবিত্র গীতা পাঠ করেন প্রসেস সার্ভার রথীন্দ্র মালাকার।
এসময় প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট সুলেখা দে, বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট লায়লা মেহের বানু।
জুডিসিয়াল স্বপ্ন বিলাসের উদ্দেশ্যে কার্যাবলি সম্পর্কে আলোচনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হারুন-অর-রশিদ, অতিথিগণের পক্ষে বক্তব্য রাখেন, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল কাশেম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম সহ সিলেট জেলার বিচার বিভাগের সকল বিচারকগণ উপস্থিত ছিলেন। পরে মোড়ক উন্মোচন, চাবি হস্তান্তর, রেজিস্টারের মোড়ক উন্মোচন ও নিয়মাবলীর উন্মোচন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।
জুডিসিয়াল স্বপ্ন বিলাস (রেস্ট হাউস) এর মধ্যে যেসকল সুবিধা রয়েছে- কিডস জোন, ফ্রি ওয়াইফাই সুবিধা, এসি, টেবিল টেনিস খেলার জন্য পিং পং ক্লাব, ডাইনিং রুম। এছাড়াও প্রতিটি রুমের ব্যতিক্রমী নামের মাধ্যমে সিলেটের দৃষ্টিনন্দন কিছু জায়গার নাম দিয়ে সাজানো হয়েছে- জিরো পয়েন্ট, টাঙ্গুয়া, পান্থুমাই, সাদাপাথর ও হাকালুকি। পাশাপাশি প্রতিটি রুমে রয়েছে এসব জায়গার দৃষ্টিনন্দন ছবি। বিজ্ঞপ্তি