মা হয়েছেন অভিনেত্রী শার্লিন ফারজানা
সময় সিলেট ডট কম
বিনোদন ডেস্ক ::
মডেল ও অভিনেত্রী শার্লিন ফারজানার প্রথম সিনেমা ‘উনপঞ্চাশ বাতাস’ মুক্তি পেয়েছে ২৩ অক্টোবর। তবে সিনেমাটির কোনো প্রচারণায় দেখা মিলছিল না নবাগত এই চিত্রনায়িকার। এর আগে ১০ অক্টোবর শার্লিন ১০ মাস পর নিজের বিয়ের খবর জানিয়েছিলেন গণমাধ্যমকে।
এবার বিয়ের খবর জানানোর ঠিক এক মাস পর মা হওয়ার খবর জানালেন শার্লিন ফারজানা। ১ নভেম্বর রাত ১০টা ৪৭ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন শার্লিন নিজেই। তবে এ প্রসঙ্গে বিস্তারিত পরে কথা বলবেন বলে জানিয়েছেন এই প্রতিবেদককে।
জানা গেছে, শার্লিনের ছেলের নাম রাখা হয়েছে ইয়াসিন এহসান। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ আছেন।
গত বছরের ২৩ নভেম্বর আইটি কোম্পানির মালিক এহসানুল হকের সঙ্গে দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই অভিনেত্রী। গত ১০ অক্টোবর সেই বিয়ের খবর জানিয়ে শার্লিন বলেছিলেন, ‘আমাদের ইচ্ছে ছিল অনুষ্ঠান করে সবাইকে বিয়ের খবর জানানোর। কিন্তু সে সময় আমার সিনেমা মুক্তির কথা ছিল, সে কারণে সেটা সম্ভব হয়নি। তারপর মার্চে অনুষ্ঠান করার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেটাও সম্ভব হলো না। সে কারণে এত দিন বিয়ের খবরটা সবাই জানতেন না। করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে বিয়ের আয়োজন করার ইচ্ছে আছে আমাদের।’
শার্লিন ফারজানা ২০০৮ সালে ‘ইউ গট দ্য লুক’ সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হন। এরপর বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন। দীর্ঘদিন কাজ করেছেন নাটকে।