সমবায়ের মাধ্যমে ন্যায়-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব : বিভাগীয় কমিশনার
সময় সিলেট ডট কম
স্টাফ রিপোর্টার :
‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এ প্রতিপাদ্যে সিলেটে ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিলো র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে পুরস্কার প্রদান।
সিলেট : সিলেটে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার মশিউর রহমান এনডিসি বলেছেন, শতাব্দী-প্রাচীন সমবায় আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে সমবায়ের চেতনাকে প্রবল ও অর্থবহ করে তুলেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম-লালিত স্বপ্ন ছিল ক্ষুধা, দারিদ্র্য ও শোষণ-মুক্ত সোনার বাংলাদেশ বিনির্মাণ করা। তিনি দরিদ্র ও সুবিধা-বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে গণমুখী সমবায় আন্দোলনের স্বপ্ন দেখেছিলেন। সংবিধানে মালিকানার নীতি হিসেবে সমবায়কে জাতীয় অর্থনীতির দ্বিতীয় খাত হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। তাই সমবায়-ভিত্তিক সমাজ গঠনে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করলে সমবায়ের মাধ্যমে ন্যায়-ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
শনিবার সমবায় বিভাগ সিলেটের আয়োজনে ৪৯ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে জেলা পরিষদে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সমবায় কর্মকর্তা উম্মে মরিয়মের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমদ বলেন, কর্মসংস্থান সৃষ্টি, স্বনির্ভরতা অর্জন ও দারিদ্র্য নিরসনে বাংলাদেশের সমবায় আন্দোলন লক্ষ্য অর্জনে সফলতার পথে এগিয়ে চলেছে। তাই সমবায় কার্যক্রমকে গতিশীল, সক্রিয় এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে আরও তৎপর হলে এই খাত প্রসারিত হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, সমবায় সমিতির সদস্যরা নিজেদের জীবনমান উন্নয়নের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও বিরাট অবদান রেখে চলেছেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, লালবাজার মৎস্য সমবায় সমিতির প্রধান গোলজার আহমদ, প্রতিশ্রুতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রধান শিরীন আক্তার, ফটো সাংবাদিক শ্রমজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউর রহমান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সিলেট কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাবেক সভাপতি সুশেন্দ্র চন্দ্র নম: খোকন। এর আগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাঝে সম্মাননা স্মারক তুলে দেন সমবায় কর্মকর্তারা।
দক্ষিণ সুরমা : দক্ষিণ সুরমা উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ৪৯তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকালে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, মোগলাবাজার থানার ওসি ছাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ফজলুল করিম হেলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কামালবাজার ইউনিয়ন পরিষদের প্রশাসক তন্ময় আদিত্ত্য, উপজেলা যুবলীগের আহবায়ক নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আশিক আলী, কামালবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সেলিম আহমদ মেম্বার, সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিটি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ শাহীন রানা, সম্পাদক মোঃ মঈন উদ্দিন, স্ব-নির্ভর কৃষি খামার সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতি যথাক্রমে শাহপরান বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, স্ব-নির্ভর কৃষি খামার সমবায় সমিতি লিমিটেড, দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ব্রীজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, ছিটাগোটাটিক মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর নেতৃবৃন্দের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।
বালাগঞ্জ : বালাগঞ্জ প্রতিনিধি জানান, বালাগঞ্জে সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউ সি সি লিঃ এর সভাপতি ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ আলী আজগর, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ ইউপি সাবেক চেয়ারম্যান এম এ মতিন, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল আওয়াল, আওয়ামীলীগ নেতা কামাল হোসেন, আব্দুল মুকিত চৌধুরী, ইফতেকার রাকিব, আব্দুল কাইযুম দুলাল, প্রদীপ দাশ, সমবায়ী শাহাব উদ্দিন শাহিন, চিত্ত নমসুত্র, সুশিল দাশ, সাংবাদিক রজত দাশ, তারেক আহমদ, হুসাইন আহমদ, নুরুল ইসলাম, যুবনেতা ছালেহ আহমদ সুকুর, তরুন সমাজ সেবক সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী। সভা পরিচালনা করেন যুব নেতা নয়ন তালুকদার। কোরআন তেলাওয়াত করেন আওয়ামীলীগ নেতা কামাল হোসেন। গীতা পাঠ করেন চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস। সাবির্ক দায়িত্ব পালন করেন সমিরন দাশ, শাকিল আহমদ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায় পুরস্কার লাভ করেন মিতালী বহুমুখি সমবায় সমিতি লিঃ, শ্রেষ্ঠ সমবায়ী সংগঠক পুরস্কার লাভ করেন নিরাপদ যুব সমিতির সভাপতি শাহাব উদ্দিন শাহিন, শ্রেষ্ঠ সমবায়ী পুরস্কার লাভ করেন রাধাকুনা সমিতির সভাপতি মাহবুব আলম তুহিন। আলোচনার পূর্বে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।
বড়লেখা : বড়লেখা প্রতিনিধি জানান, বড়লেখায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে উপজেলা সমবায় অফিসের উদ্যোগে শনিবার আলোচনা সভা, সফল সমবায়ীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। ইউএনও মো. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য ও সফল সমবায়ীদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, এপিপি গোপাল দত্ত, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপিকা শাহেদা আক্তার প্রমুখ।
কমলগঞ্জ: কমলগঞ্জ প্রতিনিধি জানান, ৪৯ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে কমলগঞ্জ উপজেলায় জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসন চত্বরের অভ্যন্তরে র্যালী, আলোচনা সভা ও ৯টি সমিতিকে সনদ প্রদানের মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। “বঙ্গবন্ধুর দর্শণ, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় উপজেলা সমবায় দপ্তর, উপজেলা প্রশাসন ও স্থানীয় সমবায়ীদের যৌথ উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা প্রশাসনের অভ্যন্তরে র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এর সভাপতিত্বে ও শিক্ষক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আজাদুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আশুতোষ দাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি’র চেয়ারম্যান মোস্তফা কামাল, সমাজ সেবক আব্দুল হান্নান চিনু প্রমুখ। সবশেষে ৯টি সমবায়ী প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়।
মাধবপুর : মাধবপুর সংবাদদাতা জানান, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল ” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।” এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার এর সভাপতিত্বে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার তাপস কান্তি বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার (ওয়াসিম) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর বি, আর, ডি, বি চেয়ারম্যান ফজলুর রহমান শাহ্ , বীর মুক্তিযোদ্ধা বাবু সুকোমল রায়, মাধবপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান। বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ ফয়সল, মাসুদ রানা প্রমুখ।