সংসার ভেঙ্গে আলাদা হয়ে গেলেন শবনম ফারিয়া-অপু
বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক : আলাদা হয়ে গেলেন অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপু। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই বিচ্ছেদ হয়ে গেল তাদের। শুক্রবার তাদের বিচ্ছেদ হয়েছে। দুজনেই তালাকনামায় সই করেছেন।
২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শবনম ফারিয়া ও হারুন অর রশীদ অপু। বিয়ের এক বছর যেতে না যেতেই সম্পর্ক শিথিল হতে শুরু করে তাদের। অনেক দিন আলাদা থাকতেন দুজন। অবশেষে আনুষ্ঠানিকভাবে আলাদা হলেন তারা।
শবনম ফারিয়া গণমাধ্যমকে বলেন- ‘আমরা ভালোবেসে বিয়ে করলেও আমাদের আর একসঙ্গে থাকা সম্ভব হলো না। তাই দুজনের ভালো থাকার জন্যই আলাদা হয়ে গেলাম।’ তিনি আরও বলেন- ‘জীবনটা অনেক ছোট, এতো কষ্ট নিয়ে বেঁচে থাকার কী দরকার? এটা ভেবে আমরা এ বছরের শুরু থেকেই সিদ্ধান্তে আসি আমরা আর একসঙ্গে থেকে কষ্টে থাকতে চাই না। শুধুমাত্র বৈবাহিক বন্ধন থেকে আমাদের সম্পর্কের ইতি টেনে নিলাম! এ ঘটনা আমাদের জীবনের গতি হয়তো রোধ করবে, ছন্দপতন করবে, কিন্তু জীবন তো থেমে থাকবে না!’