পররাষ্ট্রমন্ত্রীর সুস্থতা কামনায় জেলা ও মহানগর আ’লীগের দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার :
স্টাফ রিপোর্টার : পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন এমপি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা মোটামুটি ভালো এবং সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, পররাষ্ট্রমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করে গতকাল শুক্রবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, সিকৃবি’তে বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
জেলা ও মহানগর আ’লীগ: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র রোগমুক্তি কামনা করে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২৭ নভেম্বর) বাদ জুম’আ হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন। উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আলহাজ শফিকুর রহমান চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন পিপি, এডভোকেট রাজ উদ্দিন জিপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ূন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মাহফুজুর রহমান, আব্দুর রহমান জামিল, কবির উদ্দিন আহমদ, সৈয়দ শামীম আহমদ, এডভোকেট খোকন কুমার দত্ত, সৈয়দ এপতিয়ার হোসেন পিয়ার, এডভোকেট আজমল আলী, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, নূরে আলম সিরাজী, নাজমুল ইসলাম ইয়াহিয়া, ইলিয়াছুর রহমান, প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, শমশের জামাল, এডভোকেট মনসুর রশীদ, বুরহান উদ্দিন আহমেদ, এডভোকেট মোস্তফা শাহীন, সুয়েব আহমেদ, এডভোকেট দিলওয়ার আজহার, এডভোকেট জাহিদ সরোয়ার সবুজ, সুহেল আহমদ সাহেল, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা তাঁতী লীগের আহ্বয়াক আলমগীর হোসেন ও সদস্যসচিব সুজন দেবনাথ প্রমুখ।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিকৃবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র করোনা মুক্তির জন্য সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ নভেম্বর) সিকৃবির কেন্দ্রীয় মসজিদে বাদ জুম’আ দোয়া পরিচালনা করেন খতিব মাওলানা মো. হারুন অর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. মো. আবদুল বাসেত ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. মোঃ মনিরুল ইসলাম, প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা, প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা, প্রফেসর ড. মোহাম্মদ আতিকুজ্জামান, প্রফেসর ড. এ. এইচ. এম. মাহফুজুল হক, ড. তরিকুল ইসলাম, মো. শহীদুল্লাহ কায়সার, সরকার মো. ইব্রাহীম খলিল প্রমুখ।
মোগলগাঁও ইউপি চেয়ারম্যান: করোনা ভাইরাসে আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি’র সুস্থতা কামনা করে মোগলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হিরন মিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুম’আ ইউপি কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ হিরন মিয়া, সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাজাহান আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, আওয়ামী লীগ নেতা হাজি মইন মিয়া, মানিক মেম্বার, খুর্শিদ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নূরুল ইসলাম, আব্দুল হামিদ, কালা মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূর মিয়া, আব্দুর রহিম, কামরুজ্জামান, আফতাব উদ্দিন, কবি আলা উদ্দিন, হারিছ আলী, আফতাব আলী, সানাওয়ার আলী বাদশা, সমরু মিয়া, রফিক আহমদ, সামছুল হক, গোলাম হোসেন, কামাল আহমদ, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ইউ লাহিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, ফজলু মেম্বার, দিলওয়ার হোসেন, এখলাছুর রহমান, নূর মিয়া, মাসুদ আহমেদ লেবু, সামস উদ্দিন, এনামুল হক কাওছার, রাজা মিয়া, মুহিবুর রহমান, গৌছ উদ্দিন, আবুল খয়ের, সাবেক মেম্বার সামছুন নূর, মুজিবুর রহমান, রিয়াজ খান, নূরুল আমিন, আব্দুর রউফ, রুমেল আহমদ, রাসেল আহমদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন মোল্লারগাঁও শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহামান (কালারুকী)।