স্থানীয় সরকার বিভাগকে আরো শক্তিশালী করা হচ্ছে : এমপি মানিক
ছাতক সংবাদদাতা :
ছাতক সংবাদদাতা : ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন- তৃণমূল পর্যায়ে সার্বিক উন্নয়ন পৌঁছে দিতে স্থানীয় সরকার বিভাগকে আরো শক্তিশালী করা হচ্ছে। গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করতে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হচ্ছে।
তিনি আরও বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। গ্রামের মানুষের জন্য শহুরে পরিবেশ সৃষ্টি করতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। শতভাগ বিদ্যুতায়িত ও গ্রামীণ রাস্তাঘাট প্রতিষ্ঠার মাধ্যমে এ লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার মল্লিকপুর এলাকায় ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ছাতক সদর ইউনিয়ন কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে এমপি মানিক এসব কথা বলেন।
ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ইউপি সদস্য আব্দুল মালিক ও কাজী মারুফ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, অধ্যক্ষ গফ্ফার, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবুল মুনসুর মিয়া, ইউপি চেয়ারম্যান পীর দেওয়ান আব্দুল খালিক, আখলাকুর রহমান, আবুল হাসনাত, মুরাদ হোসেন, বিল্লাল আহমদ, আনোয়ার মিয়া আনু, সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া, কুতুব উদ্দিন, আলহাজ্ব সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আওয়ামী লীগ নেতা চান মিয়া চৌধুরী, আফজাল হোসেন, মোশাহীদ আলী, রঞ্জন কুমার দাস, ইউপি সদস্য আব্দুস সালাম, ময়না মিয়া, আতাউর রহমান, সুলতান মিয়া, মুহিবুর রহমান, কাজী ইব্রাহিম আলী, সদস্যা তাহমিনা আক্তার, রওশন আরা, আফিয়া বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাফিজ আলী, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক হাজী জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ প্রমুখ।