গোয়াইনঘাটে বালু ব্যাবসায়ীদের উপর মামলার প্রতিবাদে মানববন্ধন
সংবাদ সংগ্রহ :
সংবাদ সংগ্রহ : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাঁচ সেউতি বাজারের ইট সলিং মিলঘাটের বালু ব্যবসায়ীদের উপর ষড়যন্ত্র মূলক মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকালে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে পাঁচ সেউতি বাজারে এই মানববন্ধন কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ওলিউল্লাহের সভাপতিত্ব ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য গোলাম করিম শামীমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- আলীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক আহমদ, আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী ফখরুল ইসলাম, সতের পরগণার বিশিষ্ট মুরব্বি হাজী মখলিছুর রহমান, গোয়াইনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক সোহেল আহমদ, ইউপি সদস্য শাহিন আহমদ, ট্রাক শ্রমিক বাঘের সড়ক শাখার সভাপতি শরফ উদ্দিন, পাঁচ সেউতি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন- সিলেট তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় ইজারাদারগণ অবৈধ রয়েলিটি আদায় না করতে পারায় ট্রাক ভর্তি বালু আনলোড করে নিচ্ছেন। তারা বলেন- ইজারাদারগণ সম্পূর্ণ অন্যায় ভাবে জোরপূর্বক গাড়ির গতিরোধ করে নিরীহ চালক ও হেলপারের উপর হামলা চালিয়ে আহত করে উল্টো তাদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এতে করে বালু ব্যবসায়ী, গাড়ি চালক ও হেলপাররা শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন।
বক্তারা আরও বলেন- গোয়াইনঘাটের মানুষ শান্তি প্রিয়, শান্তি প্রিয় মানুষদের উশৃংখল করে তুললে পরিনাম শুভ হবে না। অবিলম্বে মামলা প্রত্যাহার ও অবৈধভাবে রয়েলিটি আদায় বন্ধ না করলে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।