শিল্পী হিমাংশু বিশ্বাসকে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’র সংবর্ধনা
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে একাত্তরের কন্ঠযোদ্ধা, বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ঊনপঞ্চাশতম এই বিজয়ের মাসের আজ ১ম দিন মঙ্গলবার দুপুরে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই গুণী শিল্পীর ৭৬তম জন্মদিন উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেটের সভাপতি হিমাংশু বিশ্বাস। অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেটের সহ-সভাপতি বিজন রায়, সাধারণ সম্পাদক সুকোমল সেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জিডিএফ’র হিসাব রক্ষক ফজলে এলাহি, শিক্ষিকা নমিতা রানী দে, শিক্ষিকা খালেদা আক্তার রিবা ও শিক্ষার্থীবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন- সংগীত জগতে এক কিংবদন্তী নাম শিল্পী হিমাংশু বিশ্বাস। তার মাধ্যমে অসংখ্য শিল্পী তৈরী হয়েছেন। সংগীত পরিবেশনের মাধ্যমে তিনি সিলেটের সর্বজন পরিচিত ব্যক্তি হিসেবে সমাজে অবদান রেখে যাচ্ছেন। মহান স্বাধীনতা যুদ্ধের সময় গান গেয়ে তিনি অর্থ সংগ্রহের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের যুদ্ধে উৎসাহিত করেছেন। তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ ও জন্মদিন উপলক্ষে জিডিএফ তাকে সংবর্ধনা দিয়ে সম্মানিতবোধ করেছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
পরে সিলেটের বহুল পরিচিত প্রতিবন্ধীদের আশ্রয় স্থল গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর পক্ষ থেকে হিমাংশু বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।