ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিলো সৌদিআরব
আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে নিজ দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি আরব।
বার্তাসংস্থা রয়টার্স জানায়- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েলের বাণিজ্যিক ফ্লাইটগুলোকে এ অনুমতি দিয়েছে সৌদি আরব।
মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে আমিরাতের উদ্দেশ্যে ইসরায়েলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট ছাড়ার কথা উল্লেখ করে তারা জানায়- এর কয়েক ঘণ্টা আগেই সৌদির আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়েছে বলে জানা গেছে।
সোমবার ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন- ‘এ ইস্যুতে আমরা তাদের সম্মত করতে পেরেছি।’ তিনি আরও বলেন- ‘ইসরায়েলি বিমান সংস্থাগুলো যেন সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে যাত্রী পরিবহন করতে পারে সেটির ব্যবস্থা করা উচিত।’
সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের পর সৌদি আরবও ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে কি না, এ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গোপন বৈঠকের খবর প্রকাশের পর এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে- আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগে ইসরায়েল-সৌদি সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। বাইডেন ক্ষমতা গ্রহণের পর ইসরায়েলের সঙ্গে চুক্তি করে নতুন প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের চেষ্টা করতে পারে রিয়াদ।