বৃহস্পতিবার সিলেটে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : সিলেট নগরীতে গ্যাসের পাইপলাইনে জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি জানিয়ে বলেছে- বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এতে বলা হয়- শহরতলির খাদিমনগরস্থ ডিআরএস-এর রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৩ ডিসেম্বর টানা ৮ ঘণ্টা দক্ষিণসুরমা ছাড়া সিলেট মহানগরীর সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। তবে কারিগরী কারণে সিলেটে গ্যাস সরবরাহের ক্ষেত্রে এই ৮ ঘণ্টা সময়ের কম-বেশি হতেও পারে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।