মিঠুন-দেব প্রথম একসঙ্গে আসছেন ছোটপর্দায়
বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক : এই শো’এর প্রথম পর্বের বিচারক ছিলেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী শ্রাবন্তী-সোহম। তবে শ্রাবন্তী আপাতত এই চ্যানেলের আরেক শো ‘সুপারস্টার পরিবার’ নিয়ে ব্যস্ত আছেন। আর সোহম জি বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের বিচারক হিসেবে থাকায় অভিনেতা ও সংসদ সদস্য দেব বসবেন বিচারকের আসনে।
এর আগে বড়পর্দায় একসঙ্গে অভিনয় করলেও এবার প্রথমবারের মতো ছোটপর্দায় একসঙ্গে দেখা যাবে মিঠুন চক্রবর্তী ও দেবকে। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে ভারতের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়র’ রিয়্যালিটি শো এর মহাগুরু হিসেবে ছোটপর্দায় ফেরেন টলিউডের কিংবদন্তী অভিনেতা মিঠুন চক্রবর্তী। জনপ্রিয় এই শো এর দ্বিতীয় সিজনে বিচারকের চেয়ারে আরেক জনপ্রিয় অভিনেতা দেবকে নতুন করে দেখা যাবে। দেবের সঙ্গে এই শোতে বিচারক হিসেবে থাকবেন টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী মানামী ঘোষ।
শো’এর পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায় বলেন- প্রথমবারের মতো মিঠুন দা ও দেবকে ছোট পর্দায় একসঙ্গে হাজির করতে পেরে আমি বেশ আনন্দিত এবং উত্তেজিত। মিঠুন দা একজন কিংবদন্তী অভিনেতা তার সঙ্গে টলিউডের মেগাস্টার দেবকে এই শোতে পেয়ে আমরা কনসেপ্ট নতুন করে সাজিয়েছি এবার। এছাড়া, তাদের দুইজনকে একসঙ্গে পাওয়া আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিলো। আশা করি দর্শক প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্ব আরও বেশি উপভোগ করতে পারবেন।
এই শো’এর প্রথম পর্বের বিচারক ছিলেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী শ্রাবন্তী-সোহম। তবে শ্রাবন্তী আপাতত এই চ্যানেলের আরেক শো ‘সুপারস্টার পরিবার’ নিয়ে ব্যস্ত আছেন। আর সোহম জি বাংলার জনপ্রিয় কমেডি শো মীরাক্কেলের বিচারক হিসেবে থাকায় অভিনেতা ও সংসদ সদস্য দেব বসবেন বিচারকের আসনে।