বেতন বৈষম্য নিসরনের দাবিতে সিলেটে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি
বিশেষ সংবাদদাতা :
বিশেষ সংবাদদাতা : বেতন বৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধনসহ বিভিন্ন দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্যকর্মীরা।
সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে অবস্থান নিয়ে গত ২৬ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। বুধবারও (২ ডিসেম্বর) স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা।
এসময় স্বাস্থ্যকর্মীরা বলেন- দীর্ঘদিন থেকেই তারা বেতন বৈষম্যর স্বীকার হয়ে আসছেন, তাই বাধ্য হয়েই কর্মবিরতি পালন করছেন। বার বার আশ্বাস্থ করেও তা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়নি। এজন্য প্রধানমন্ত্রী কাছ থেকে এবার প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত টানা কর্মবিরতি পালন করার ঘোষনা দেন স্বাস্থ্যকর্মীরা।