আজ সারাদিন নগরীতে গ্যাস সবরাহ বন্ধ থাকবে
সময় সিলেট ডেস্ক :
সময় সিলেট ডেস্ক : আজ বৃহস্পতিবার সিলেট নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। দক্ষিণ সুরমা ছাড়া নগরের সকল এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড কর্তৃপক্ষ।
গত ৩০ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে- বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সিলেট শহরতলির খাদিমনগর এলাকার জালালাবাদ গ্যাস স্টেশনের (ডিআরএস) জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এর জন্য শুধু দক্ষিণ সুরমা এলাকা ছাড়া সিলেট মহানগরীর বাকি সব স্থানে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।