জকিগঞ্জে সাংবাদিক নবেল চৌধুরীর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
সময় সিলেট ডেস্ক :
সময় সিলেট ডেস্ক : সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান ও সিলেটভিউ২৪ডটকম’র সম্পাদক ও প্রকাশক, জকিগঞ্জের কৃতিসন্তান শাহ দিদার আলম চৌধুরী নবেল’র দ্রুত রোগমুক্তি কামনায় জকিগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজের পর জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে এ মাহফিল হয়।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব অবসরপ্রাপ্ত অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আল মামুন, যুগ্ম-সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, নির্বাহী সদস্য রিপন আহমদ, নির্বাহী সদস্য আল হাছিব তাপাদার, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি হাজী সামছ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল গনি, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আজমল হোসেন, পৌর আল-ইসলাহর সভাপতি কাজী হিফজুর রহমান, সিলেট মিরর প্রতিনিধি ওমর ফারুক, জকিগঞ্জ আই টিভির জাহাঙ্গীর আলম সাহেদ, উজ্জল আহমদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও শহরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।