শ্রীমঙ্গলে ঋষিদের সরল জিজ্ঞাসা ‘আমরা কোথায় যাবো’?
সংবাদ সংগ্রহ :
সংবাদ সংগ্রহ : দলিত বলতে এমন কিছু জাতিগত গোষ্ঠী যারা সচরাচর নিপীড়িত এবং অনগ্রসর জাতিরূপে চিহ্নিত। বর্ণবৈষম্য আর নিজেদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত মূল জনবসতির থেকে ক্রোশ দূরে এদের বসবাস। সর্বক্ষেত্রে কাজের সুযোগ না পাওয়া এই জনগোষ্ঠীই যখন উপার্জনের শেষ আশ্রয়স্থল জুতার কারিগর। আর জীবন ধারনের সেই শেষ আশ্রয়টুকু যখন হারিয়ে যায়, তখন পরিবার নিয়ে বেঁচে থাকার শেষ ইচ্ছেটুকুও ফুরিয়ে যায়।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের চৌমুহনা এলাকা ঘিরে ড্রেনের উপরে কাঠের মাচায় বসে নিজেদের বেঁচে থাকার জীবনযুদ্ধে কাজ করা দলিত সম্প্রদায়ের ঋষিদের (মুচিদের) উচ্ছেদ করেছে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ এখানে থাকা দলিত সম্প্রদায়কে উচ্ছেদ করে। এতে করে দীর্ঘদিন থেকে এই জায়গায় কাজ করে জীবিকা নির্বাহ করা লোকজন পড়েছেন বিপাকে।
আধুনিক যুগে সমাজে যেখানে জুতা সেলাই করাতে অনিহা সেখানে সকাল থেকেই জুতা সেলাই করার সরঞ্জাম নিয়ে কাজের আশায় বসে থাকতে দেখা যেতো ঋষি সম্প্রদায়ের লোকজনকে। কিন্তু এখানে আর কাজ করতে না পারায় বুধবার দুপুরে চৌমুহনা এলাকায় অবস্থান কর্মসূচী করে ঋষি সম্প্রদায়ের লোকজন।
উচ্ছেদের শিকার দলিত সম্প্রদায়ের ঋষি নগর বলেন- এই জায়গাটিতে আমরা দীর্ঘদিন ধরে জুতা সেলাইয়ের কাজ করছি এবং আমাদের পরিবারের বাপ দাদাও এখানে বসে জুতা সেলাই করেছেন। এখন পৌর কর্তৃপক্ষ আমাদের বিকল্প ব্যবস্থা না করে আমাদের এখান থেকে উঠিয়ে দিয়েছে। আমরা রাস্তার পাশে ড্রেনের উপরে মাচায় বসে কাজ করি। এখানে আমাদের কারণে কোন সমস্যা তৈরী হয় বলে আমরা মনে করি না, বা কেউ কখনো অভিযোগ করেনি। এখন আমরা কোথায় যাবো কিভাবে পরিবার চালাবো সৃষ্টিকর্তাই জানেন।
শ্রীমঙ্গল শহরের আশপাশে ঘুরে দেখা যায় শহরের স্টেশন সড়ক, মৌলভীবাজার সড়ক, হবিগঞ্জ সড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় গেছে পুরো শহরের ফুটপাত দখল হয়ে আছে ভ্রাম্যমান বিক্রেতা ও বিভিন্ন দোকানের মালামাল দিয়ে। এ কারণে শহরের আসা লোকজন হাটাচলা করতে পারেন না। এসব দোকানপাট কয়েকবার উচ্ছেদ করেছিলো পৌরসভা কর্তৃপক্ষ। তবে উচ্ছেদের কয়েকদিন পরই আবার তা দখল হয়ে যায়।
পরিবেশবাদী ও মানবাধিকারকর্মী প্রভাষক জলি পাল বলেন- ঋষি বা দলিত জনগোষ্ঠী সব জায়গায় বৈষম্যের শিকার। তারা তাদের উপার্জন সমাজে সর্বক্ষেত্রে করতে পারে না। শেষমেষ জীবন ধারন করতে জুতা সেলাইয়ের কাজ করে পরিবার নিয়ে বেঁচে থাকে কিন্তু সেখানে তাদের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ একটি চরম অমানবিক ও মানবধিকার লঙ্ঘন বলে আমরা মনে করি।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন- ঋষি সম্প্রদায়ের লোকজন আমার কাছে এসেছিলো। বিষয়টি পৌরসভার দায়িত্ব। তবে এটি বলবো পৌরসভা যদি এই জায়গা থেকে এদের উচ্ছেদই করে তাহলে তাদেরকে নতুন একটি জায়গা দিক। এই দলিত সম্প্রদায়ের লোকজনকে এভাবে উচ্ছেদ করা ঠিক হবে না।
বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া গণমাধ্যমকে বলেন- শ্রীমঙ্গল চৌমুহনা এলাকাটি গুরুত্বপূর্ণ এলাকা এখানে ঋষিদের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। পথচারী লোকজন গাড়ি থামিয়ে এখানে জুতা সেলাই করান। ঋষিরা এখানে অবৈধভাবে বসে ছিলো। তাই আমরা তাদের উচ্ছেদ করছি। তিনি বলেন- পুরো শহরেই আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত রয়েছে। তবে উচ্ছেদ করার পর তারা আবার আগের জায়গায় বসে পড়ে। আমাদের লোকবল কম থাকায় নিয়মিত উচ্ছেদ অভিযান করা সম্ভব হয় না। ঋষি সম্প্রদায়ের পুনর্বাসনের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন- তারা তো এখানে ছিলোই অবৈধভাবে, এখানে তো তাদের বসার কথাই নেই।