আখালিয়ায় ময়লার ভাগাড় থেকে নবজাতকের লাশ উদ্ধার
নগর সংবাদদাতা :
নগর সংবাদদাতা : সিলেট মহানগরীর আখালিয়ায় ময়লার ভাগাড় থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটি ছেলে শিশু এবং তার লাশটি লুঙ্গি দিয়ে পেঁচানো ছিল।
আজ শনিবার (৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে প্রথমে একজন পথচারী এই লাশটি দেখতে পান। পরে চারিদিকে খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা এসে ভিড় জমান। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম, আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করে জানান- ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের আধাঁরে ময়লার ভাগাড়ে কেউ লাশটি ফেলে গেছে।