বিশ্বনাথে ছাত্র জমিয়ত নেতা ফরিদ আহমদ ফেরদাউস সংবর্ধিত
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : ছাত্র জমিয়তের নিবেদিত প্রাণ, পরিশ্রমী ছাত্রনেতা, বিশ্বনাথ উপজেলা ছাত্র জমিয়তের সহ-সাধারণ সম্পাদক হাফিজ ফরিদ আহমদ ফেরদাউস-কে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) বেলা ২ টায় বিশ্বনাথ নতুন বাজারস্থ জমিয়ত কার্যালয়ে উপজেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে হাফিজ ফরিদ আহমদ ফেরদাউস এর বিদেশ (দুবাই) যাত্রা উপলক্ষ্যে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি মাওলানা জিয়াউল হক এর সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক ইমরান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- হাফিজ ফরিদ আহমদ ফেরদাউস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন, প্রশিক্ষণ সম্পাদক সাঈদ আহমদ, প্রচার সম্পাদক আবু ইউসুফ, জমিয়ত কর্মি কামরুল ইসলাম, আল আমিন, সাইফুল ইসলাম প্রমুখ।
পরে সংবর্ধিত অতিথিকে উপজেলা ছাত্র জমিয়তের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং হাফিজ ফরিদের প্রবাস জীবনের সার্বিক কল্যাণ, সফলতা ও সার্থকতা প্রত্যাশা করে বিশেষ মোনাজানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।