বিশ্বনাথে কাজের মজুরী না দিয়ে নারী শ্রমিকদের উপর ঠিকাদারের হামলা
বিশ্বনাথ সংবাদদাতা :

smart
বিশ্বনাথ সংবাদদাতা : সিলেটের বিশ্বনাথ-জগন্নাথপুর রাস্তার নির্মাণ কাজের নারী ও পুরুষ শ্রমিকদের মজুরি না দিয়ে উল্টো তাদেরকে অমানুষিক নির্যাতন করেছেন ঠিকাদার। অসহায় শ্রমিকরা কোন উপায়ান্ত না পেয়ে প্রচন্ড শীতের মধ্যে রাত্রীযাপন করেছেন রাস্থায়। এক পর্যায়ে বিশ্বনাথ থানা পুলিশের রাত্রীকালিন টহল দল তাদের নির্যাতনের অবস্থা দেখে থানায় নিয়ে আসেন।
ভুক্তভোগী শ্রমিকরা অভিযোগ করে বলেন- তারা প্রায় দু’মাস ধরে বিশ্বনাথ-জগন্নাথপুর রাস্তায় শ্রমিকের কাজ করছেন। কিন্তু ঠিকাদার এই তাদের মজুরীর টাকা দেব-দিচ্ছি বলে কেবল সময় ক্ষেপন করে চলেছে দু’মাস ধরে। অথচ শ্রমিকদের ঘরে কোন খাবার নেই, নেই পরিবার নিয়ে চলা-বাঁচার বিকল্প কোন ব্যবস্থা। বহুবার কাকুতি মিনতি করার পরও ঠিকাদারের মন গলেনি। সর্বশেষ গত শুক্রবার (৪ ডিসেম্বর) এই শ্রমিকরা ঢাকার মেসার্স শাওন এন্টারপ্রাইজ ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার সুহেল আহমদের কাছে পাওনা টাকা চাইলে তিনি অসহায় শ্রমিকদের লাটিপেটা করে গুরুত্বর জখম করে তাড়িয়ে দেন। এমতাবস্থায় শ্রমিকরা কোন উপায় না পেয়ে রাতের প্রচন্ড শীত উপেক্ষা পায়ে হেঁটে করে স্থানীয় বাগিচা বাজারের রাস্তার কিনারে গিয়ে বসে। তখন এসআই দেবাশীষের নেতৃত্বে একদল টহল পুলিশ তাদের কথা শুনে থানায় যাওয়ার পরামর্শ দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা থানায় অবস্থান করছিলেন।
এ ব্যাপারে কথা বলতে ঠিকাদার সুহেল আহমদের সাথে (তার ০১৭১৪১৭৮৩৫৭ নাম্বারে) বার বার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিম মুসা ঠিকাদার সুহেল আহমদের সাথে যোগাযোগ করে শ্রমিকদের মুজুরী দেয়ার কথা জানিয়েছেন। অন্যতায় তিনি আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলে জানান।