মাহি সেলিমকে রেফারীজ এসোসিয়েশনের সংবর্ধনা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : ২য় বারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসেসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম-কে সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের হলরুমে এই সংবর্ধনা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমর চৌধুরী, ফুটবল রেফারী রফিক চৌধুরী, আবু লেইছ, আনোয়ার মিয়া, আক্কাছ উদ্দিন আক্কাই, আব্দুল বাছিত, কুদরত উল্লাহ খোকন, হাসানুজ্জামান মিলন, শামিম আহমদ, আব্দুর রউফ, সৈয়দ ফয়েজ আহমদ প্রমুখ।