করোনাভাইরাস থেকে বাঁচতে হলে মাস্ক ব্যবহার করুন: নাসির খান
নগর সংবাদদাতা :
নগর সংবাদদাতা : সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে করোনাভাইরাসের প্রথম ধাপ সরকার সফলভাবে মোকাবেলা করেছে। এখন মহামারির দ্বিতীয় পর্যায়ে আমাদেরকে আরো অধিক সচেতন হতে হবে। করোনাভাইরাস থেকে বাঁচতে হলে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন নাসির খান। তিনি জনগণকে সরকার নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের আহ্বান জানান।
রোববার (৬ ডিসেম্বর) বিকেলে নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এডভোকেট নাসির খান আরও বলেন- বঙ্গবন্ধুর সোনার বাংলায় স্বাধীনতাবিরোধী কোন অপশক্তির স্থান হবে না। তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা জানিয়ে বলেন- এ ঘটনার জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুবা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা মৌলবাদী গোষ্ঠীকে দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত রয়েছে।
জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌস খানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত সভাপতি সামছুল ইসলাম, সহ-সভাপতি মিসেস হেলেন আহমদ, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আল মামুন মনির ও চিত্রশিল্পী ভানুলাল দাশ, সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, দপ্তর সম্পাদক আব্দুল হক লিমন, সহ-প্রচার সম্পাদক লিটন আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মাধুরী গুণ, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিধু ভূষণ চক্রবর্তী, পূর্ব জাফলং আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী সদস্য তুহিন আহমদ চৌধুরী, মাফরুজা আক্তার মৌসুমী, হেপি বেগম, রুবেল আহমদ প্রমুখ।