বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ
সংবাদ বিজ্ঞপ্তি :
সংবাদ বিজ্ঞপ্তি : কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ।
রোববার (৬) সকালে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে শহরের উকিল পাড়া থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে রিভার ভিউয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনির হোসেন, ছাতক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তাজামুল হক রিপন প্রমুখ। এসময় সুনামগঝ্চ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।