যুবলীগ নেতা স্বপন মিয়া’র ৪০ বছরে পদার্পণ : দোয়া কামনা
বিশেষ সংবাদদাতা :
বিশেষ সংবাদদাতা : যুক্তরাজ্যের ইস্ট লন্ডন যুবলীগের সহ-সভাপতি, তরুণ সংগঠক ও সমাজসেবক মো. স্বপন মিয়া জীবনের ৪০তম বছরে পদার্পণ করেছেন। সোমবার (৭ ডিসেম্বর) ছিলো তার ৪০তম শুভ জন্মদিন। তিনি ১৯৮০ সালের এই দিনে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন।
একজন অমায়িক, সজ্জন, সমাজসচেতন ও পরোপকারী মো. স্বপন মিয়া রাজনীতিতেও বেশ সক্রিয়। তিনি দীর্ঘদিন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত। মহান মুক্তিযুদ্ধের রক্তচেতনা বুকে লালন করে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ইতোপূর্বে তিনি দেশে এবং প্রবাসে প্রায় সকল গণতান্ত্রিক ও যৌক্তিক আন্দোলনে ভূমিকা রেখে চলেছেন। দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে। বর্তমানে তিনি যুক্তরাজ্যের আওয়ামী যুবলীগ ইস্ট লন্ডন শাখার সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের পৃষ্টপোষকতার পাশাপাশি জনহিতৈষী কর্মকাণ্ডে নিজেকে বিলিয়ে দিচ্ছেন।
জীবনের ৪০তম বসন্তে পদার্পণের অনুভূতির কথা জানতে চাইলে মো. স্বপন মিয়া বলেন- মহান আল্লাহপাকের অশেষ শুকরিয়া যে তিনি আমাকে এই সুন্দর জীবন দান করেছেন এবং করোনাকালীন বিশ্বের এই কঠিন সময়েও স্বজন-পরিজন নিয়ে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন। তিনি বলেন- আমার জন্মদিনের এই আনন্দঘন মূহুর্তে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে তিনি তার জীবনের সার্বিক কল্যাণ, সফলতা, সার্থকতা, শারীরিক সুস্থতা ও দীঘায়ূর জন্য দেশে এবং প্রবাসে অবস্থানরত স্বজন-পরিজন, বন্ধু-বান্ধব, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী সকলের কাছে দোয়া কামনা করেছেন।