জগন্নাথপুরে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে তিন শতাধিক দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
পৌরশহরের ইকড়ছই নয়া বাড়ি এলাকার যুক্তরাজ্য প্রবাসী শফিউল আলম শফি, রাজন মিয়া ভূঁইয়া, আমেরিকা প্রবাসী মহিবুর রহমান ভূঁইয়া, লিকন ভূঁইয়া ও জামাতা যুক্তরাজ্য প্রবাসী বদরুল রহমানের অর্থায়নে এবং পরিবারের উদ্যেগে এলাকার দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে বুধবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় নয়াবাড়িতে হাবিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও রিজন মিয়া ভূঁইয়ার পরিচালনায় সভায় বক্তব্য দেন- জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সাবেক সভাপতি আবদাল মিয়া ভূঁইয়া, সাবেক সেক্রেটারি জগন্নাথপুরের জ্যেষ্ঠ সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ, সমাজকর্মী আহমেদ কিবরিয়া রিংকু, আরজু মিয়া, সৈয়দ মুকিত, মকবুল হোসেন ভূঁইয়া, রুবেল ভূঁইয়া, লিমান ভূঁইয়া, ছাত্র নেতা আব্দুল মুকিত প্রমুখ।