বড়লেখায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
সংবাদ বিজ্ঞপ্তি :
বড়লেখার দক্ষিণভাগ ইউনিয়নের দোহালিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে দোহালিয়া গ্রামের ১০৫ জন দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দোহালিয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি রহমত আলী। স্থানীয় ব্র্যাক অফিসের আল্ট্রা পুওর গ্রেজুয়েশন প্রোগ্রামের পিও মো. ইমরানুল হকের সঞ্চালনায় দোহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, স্কুলের প্রধান শিক্ষক খুশি রানী দাস, প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলাম, ব্র্যাকের আল্ট্রা পুওর গ্রেজুয়েশন প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুজ্জামান বাবুল, এসটিও এইচএস এন্ড সিআই মো. বাবুল মিয়া, দক্ষিণভাগ শাখা ব্যবস্থাপক আনিছুর রহমান, সাবেক ইউপি মেম্বার আব্দুল হক, ব্যবসায়ী আব্দুল করিম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম আজির প্রমুখ।