নগরীর কাষ্টঘর থেকে ইয়াবাসহ গ্রেফতার ১
সময় সিলেট ডট কম
নগরীর কাষ্টঘর থেকে ইয়াবাসহ পেশাদার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এ সময় ৪৮৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে।
বৃহম্পতিবার (১০ ডিসেম্বর) ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রাঙ্গা লাল (৩২) কাষ্টঘর সুইপারকলোনির মৃত রং লালের ছেলে।
এর আগে বুধবার র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।