প্রশাসনের উদ্যোগে ‘বিশ্বনাথ মুক্তদিবস’ পালনের দাবি
বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে যথাযোগ্য মর্যাদায় পাকিস্তাানী হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বিশ্বনাথ শত্রুমুক্ত হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে ‘বিজয়ের গল্প’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে বিশ্বনাথ থিয়েটার। উপজেলা কেন্দ্রিয় স্মৃতিস্তম্ভে অনুষ্ঠিত সভায় বক্তারা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্বনাথ মুক্তদিবস পালনের দাবি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ। বক্তব্যে তিনি বলেন- দেশে নানাবিদ ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বাধীনতা বিরোধী ও তাদের দোসররা নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বঙ্গবন্ধু ভাস্কর্য নিয়ে বিরোধিতা করছে। এরা ১৯৭১ সালে বলেছিল যারা পাকিস্তানের বিরোধিতা করছে তারা মুসলমান নয়। ধর্মকে পুঁজি করে তারা ব্যবসা করছে। সমাজের ধর্মান্ধ মানুষকে বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনা সম্পর্কে বুঝাতে হবে।
প্রকৃত মুক্তিযোদ্ধাদের সন্মানের পাশাপাশি বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকাকালীন যেসব ভুয়া মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে তাদের বয়কট করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে উপজেলার প্রায় ১৫০ মুক্তিযোদ্ধা অংশ নেন। তাদের মধ্যে পাঁচজন মুক্তিযোদ্ধা শহীদ হন। তিনি বলেন- যারা মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ পড়েছেন তারা ও তাদের পরিবার যেন সঠিক মূল্যায়ন পান।
এরআগে সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধাসহ প্রয়াত সকল মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত কমানাসহ সিলেটের নাট্যজন মাহবুব চৌধুরী ও কবি বাছিত মোহাম্মদের অকাল মৃত্যুতে শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীন সোহেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহব্বত আলী জাহান, থিয়েটারের উপদেষ্ঠা কবির আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক সাইফুল ইসলাম বেগ, আব্বাস হোসেন ইমরান, থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুন্না, চাউলধনী স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক শফিক আহমদ পিয়ার, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার ইংরেজি প্রভাষক শামীম হোসেন, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক কামরান আহমদ, আব্দুল আতিক, ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি এমদাদ হোসেন নাঈম।
সভায় আরও বক্তব্য রাখেন- ৭১’র চেতনা কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শুকরান আহমেদ রানা, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম মহসিন, বিশ্বনাথ থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক আফরাতুল ইসলাম মুহিন, সদস্য শফিক রুহিন, জুয়েল আহমদ, ফয়জুল ইসলাম, আব্দুল হাকিম প্রমুখ।