সিলেটে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে চিত্র প্রদর্শনী শুরু
নগর সংবাদদাতা :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে “বঙ্গবন্ধু-এ যুগের রাষ্ট্রনায়ক” শিরোনামে চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) সিলেট শিল্পকলা একামীতে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইন্দিরা গান্ধি কালচারাল সেন্টার ঢাকা, সহকারী হাই কমিশন ইন্ডিয়ার উদ্যোগে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী সিলেট এর সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে তার জীবন ও কর্মের উপর চিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্ডিয়ার সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জেসুয়াল।
অসিত বরণ দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহমুদুস সামাদ চৌধুরী কয়েম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামীমা শাহরিয়ার এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মেট্রোপলিটন পুলিশন কমিশনার নিরারুল আরিফ, শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দিন আহমেদ, ইন্ধিরা গান্ধি কালচারাল একাডেমীর ডাইরেক্টর দিপা চৌধুরী।
প্রদর্শনীতে ১২ জন বাংলাদেশী চিত্রশিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। শিল্পীরা হলেন—আবদুল মান্নান, মো. মুনিরুজ্জামান, সৈয়দা মাহবুবা করিম মিনি, কাদের ভূঁইয়া, সঞ্জীব দাস অপু, কিরীটী রঞ্জন বিশ্বাস, প্রশান্ত কর্মকার বুদ্ধ, এস এম মিজানুর রহমান, মো. জাকির হোসেন পুলক, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী ও মানিক বণিক।
আগামি ১৩ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে। সিলেট শিল্পকলা একাডেমীতে স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণের জন্য প্রদর্শনীটি উন্মুক্ত থাকবে।