শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন সিলেট জেলা পরিষদের সদস্য রুহি
স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ এবং বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সমগ্র দেশব্যাপি পরিচালিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক বিশেষ কার্যক্রমের জন্য দেশের বিভিন্ন জেলা-উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ২০২০ সালের জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।
এর ধারাবাহিকতায় সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান’ রাখায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননায় ভূষিত হয়েছেন- সিলেট জেলা পরিষদের সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমিন এমপি’র সিলেট সিটি কর্পোরেশনের প্রতিবন্ধী ভাতা কর্মসূচীর প্রতিনিধি, বাংলাদেশ স্কাউট সিলেট আঞ্চলিক উপ-কমিশনার, নারী জাগরণ ঐক্য পরিষদের সভাপতি ও সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি’র সহধর্মিনী সুষমা সুলতানা রুহি।
এর আগে মাদার তেরেসা পদক-সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন সিলেট জেলা পরিষদের সদস্য সুষমা সুলতানা।
গেলো বুধবার (৯ ডিসেম্বর) উপজেলার তাজপুর মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৫ জন সফল নারীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ট জয়িতারা হলেন- ‘সফল জননী নারী’ ক্যাটাগরিতে মোছা. রকিবা বেগম, ‘নির্যাতনের বিভীষিকা ফেলে নতুন উদ্যোমে জীবন পরিচালিত করা নারী’ চামেলি রাণী দে, ‘অর্থনৈতিক সাফল্য অর্জনকারি নারী’ ক্যাটাগরিতে স্বপ্না বেগম, ‘শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ ভারতী রাণী এবং ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী’ ক্যাটাগরিতে সুষমা সুলতান রুহি।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মাৎ তাহমিনা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক, ওসমানীনগর উপজেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ফাহিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নাজলু চোধুরী, উমরপুর ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াস মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি চঞ্চল পাল, উপজেলা প্রেসক্লাব সভাপতি সেকেল আহমদ, অনলাইন প্রেসক্লাব সভাপতি ফয়সাল আহমদ, শিক্ষক অজয় কুমার দে, হাবিব আহমদ চৌধুরী, সাংবাদিক এনাম হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।