বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের ২৩ তম টি-২০ টুর্ণামেন্ট সম্পন্ন
বিশ্বনাথ সংবাদদাতা :
সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের ২৩ তম টি-২০ টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। (১০ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ বিশ্বনাথ শেখ রাসেল ক্রিকেট এস্টেডিয়ামে ‘জুবেল এন্ড জুয়েল ক্লাব’ এবং ‘মুহিন এন্ড মুহিব ক্লাব’ এর মধ্যে ফাইনাল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
কাঙ্ক্ষিত এ ফাইনালে ‘মুহিন এন্ড মুহিব ক্লাব’কে ১৮ রানে পরাজিত করে ‘জুবেল এন্ড জুয়েল ক্লাব’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সুহের আহমদ, সর্বোচ্চ ইউকেটের পেয়েছেন শিপলু এবং ম্যান অব দ্যা টুর্ণামেন্ট নির্বাচিত হয়েছেন মো. রবিউল। এ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুহেল খান-এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ কে তুহেম-এর পরিচালনায় ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবলীগের সভপতি শামিম আহমদ ভিপি। বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা পরিষদের মহিলা সদস্যা সুসমা সুলতানা রুহি, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী জবেদুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মাহবুবুর রহমান লিলু, বিশ্বনাথ উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, যুবলীগ নেতা শাহ আলম খোকন, সুহেল তালুকদার, ফারুক মিয়া, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারর্থী দাস পাপ্পু, সাধারণ সম্পাদক মোবারক হোসাইন, দেওকলস ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল আহমদ ফাহিম, বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, ক্রীড়া সম্পাদক মো. লিটন, আমপায়ার নাঈম আহমদ, ছাত্রলীগ নেতা সুজাদ আহমদ, মালেক আহমদ, আবুল হোসেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী দল ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের নেতবৃন্দ।