‘পদ্মা সেতু’ দৃশ্যমান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনোয়ারুজ্জামান চৌধুরী’র অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি :
স্বপ্নের ‘পদ্মা সেতু’ সম্পূর্ণ রূপে দৃশ্যমান হওয়ায় এবং জাতির প্রত্যাশা দৃঢ়তার সাথে পূরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
সম্প্রতি গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালীর অগ্রযাত্রায় যুক্ত হলো আরেকটি সাফল্যের গৌরবগাঁথা। বিজয়ের মাসে আরেকটি বিজয়। সর্বশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে এক সময়ের স্বপ্নের ‘পদ্মা সেতু’ এখন দৃষ্টিসীমায় দিগন্তজুড়ে দাঁড়িয়ে। তিনি বলেন- পদ্মার তীর থেকে এখন দেখা যাচ্ছে পিলারের দীর্ঘ সারি। সবকিছু ঠিক থাকলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর ২০২১ সালের জুনে উদ্বোধন হচ্ছে স্বপ্নের সৌধ। উদ্বোধনের পর থেকেই শুরু হবে স্বপ্নকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা। সময়কে উপেক্ষা করে সেতু দিয়ে ছুটবে বাস, ট্রাক, ট্রেন সব। বাঙালী আস্বাদন করবে স্বপ্নপূরণের স্বাদ।
আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন- দেশী-বিদেশী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিজয়ের মাসে প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু’র স্প্যান বসানোর কাজ সু-সম্পন্ন করায় দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। একই সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।