সুনামগঞ্জে পরিকল্পনামন্ত্রী : প্রধানমন্ত্রী দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন
সুনামগঞ্জ সংবাদদাতা :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন- যারা জাতির জনকের ভাস্কর্য ভেঙেছে, দেশে থাকা সব ভাস্কর্য ভাঙার হুমকি দিয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে। সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে শনিবার (১২ ডিসেম্বর) আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ শহরতলির আব্দুজ জহুর সেতুর পাশের মাঠে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ যৌথভাবে সমাবেশটির আয়োজন করে।
পরিকল্পনামন্ত্রী বলেন- জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বড় গুণ হলো তাঁর সাহস। যখন পদ্মা সেতু থেকে বিদেশীরা মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন শেখ হাসিনা বলেছিলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করবেন। তিনি সেটা করে দেখিয়েছেন। বঙ্গবন্ধুর পর তাঁর মতো সাহসী নেতা এ দেশে আর জন্মাননি। তিনি বাংলাদেশকে বিশ্বে সম্মান ও মর্যাদার অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দেশের মানুষের উচিত তাঁর সঙ্গে থাকা, তাঁর প্রতিটি কাজে সহযোগিতা করা।
সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সমাবেশ থেকে অভিনন্দন জানানো হয়। বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণ নিয়ে বিতর্কের বিষয়ে এম এ মান্নান বলেন- ‘আমি সুনামগঞ্জের সন্তান। এই মাটিতে বড় হয়েছি। আমি একটি স্থান প্রস্তাব করেছিলাম। আমি কখনো দেখিনি, যে দল ক্ষমতায় সেই দলের এমপিরা সরকারের কোনো কাজে বাধা দেন। কিন্তু দুঃখজনক হলেও এখানে সেটা হয়েছে। এটা আমাকে কষ্ট দিয়েছে।’
সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে সংর্বধনা অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান তাঁর বক্তব্যে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তির বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। একই সাথে হাওর জনপদের উন্নয়নের স্বার্থে সরকারকে সমর্থন ও সহযোগিতা করতে সকলকে আহ্বান জানান তিনি।
সুনামগঞ্জবাসীর উদ্দেশে পরিকল্পনামন্ত্রী আরও বলেন- ‘আপনারা আমাকে সন্দেহ করবেন না। আমরা পুরো জেলার মানুষ এক। আমরা সবাই একই পরিবারের। বাধা আসবে, তবু সুনামগঞ্জের উন্নয়ন হবে। সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় হচ্ছে, রেললাইন আসবে। হাওরে শেখ হাসিনা ফ্লাইওভার হবে।’
জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাসে সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সমাবেশে স্বাগত বক্তব্য দেন- সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও শামীম আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান প্রমুখ।