বিশ্বনাথে জামেয়া তাইয়্যিবাহ মহিলা মাদরাসা’র ডালাই কাজের উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নস্থ জামেয়া তাইয়্যিবাহ কওমি মহিলা মাদ্রাসা (নাচুনি-বরুণী) এর রুমের ডালাই কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সকালে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মুফতি রশীদ আহমদ দশঘরী এই ডালাই কাজের উদ্বোধন করেন।
উদ্বোধনকালে বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আশরাফুল হক, মাওলানা বশির আহমেদ, মাদ্রাসার মুহতামিম মাওলানা মইনুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য নোমান আহমেদ, মো. তালেব উদ্দিন, মাওলানা আজিম উদ্দিন, সাংবাদিক আনহার বিন সাঈদ, মো. নুরুল হক, ছাদিকুর রহমান, আবুল হুসেন, কিবরিয়া আহমেদ, মাওলানা মোস্তাক আহমদ, মো. দবির মিয়া, হাফিজ মাছুম আহমদ, মাওঃ হারুন রশীদ, মো. দোলাল মিয়া-সহ স্থানীয় উলামায়ে কেরাম, শিক্ষাবিদ, রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মাদরাসার উন্নতি-অগ্রগতির লক্ষ্যে দেশ-বিদেশ থেকে যারা যতো ভাবে সাহায্য-সহযোগিতা করছেন, তাদের সকলের জন্য এবং বর্তমান সমাজ, রাষ্ট্র ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি রশীদ আহমদ দশঘরী।