জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ইয়াং স্টার ক্লাবের অভিনন্দন
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন ইয়াং স্টার ক্লাবের দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে ইয়াং স্টার ক্লাবের সভাপতি মাসদুর রহমান ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের নেতৃত্বে নগরীর জিন্দাবাজারস্থ প্রেসক্লাব কার্যালয়ে এসে নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে পুষ্প তোড়া প্রদানের মাধ্যমে তারা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ইয়াং স্টার ক্লাবের সহ-সভাপতি আহমেদ আলী খান সুমন, সাংগঠনিক সম্পাদক রোকন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সোয়েব, অর্থ সম্পাদক মাসুদ আহমদ ইমন, সমাজসেবা সম্পাদক আলী শাহেদ, জুনেদ আহমদ, ক্রীড়া সম্পাদক কাওসার আহমেদ, দপ্তর সম্পাদক মো. রাকিবুল হাসান রনি।
ইয়াং স্টার ক্লাবের নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করে বলেন- নবনির্বাচিত কমিটির কর্মতৎপরতায় সিলেট জেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে। প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের বিচরণক্ষেত্রে পরিণত হবে এবং পেশার উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।