শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট জেলা আ’লীগের শ্রদ্ধা নিবেদন
নগর সংবাদদাতা :
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ সিলেট শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, আশফাক আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মাহফুজুর রহমান, কবির উদ্দিন আহমদ, এডভোকেট রণজিৎ সরকার, ডা. আরমান আহমদ শিপলু, এডভোকেট খোকন কুমার দত্ত, নাজনীন হোসেন, সৈয়দ এখতিয়ার হোসেন পিয়ার, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, এডভোকেট আজমল আলী, এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শমশের জামাল, মজির উদ্দিন, এডভোকেট আব্বাস উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, গোলাপ মিয়া, এডভোকেট মনসুর রশীদ, বোরহান উদ্দিন আহমেদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, এডভোকেট আফসার আহমদ প্রমুখ।