রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের দাফন সম্পন্ন
জৈন্তাপুর সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেনের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (আইসিইউ) ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭১ বছর।
বুধবার বেলা সাড়ে ৪টায় দিকে জৈন্তাপুর রাজবাড়ী ফুটবল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন নেতৃত্বে জৈন্তাপুর মডেল থানার একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুলের শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর মাওলানা ফারুক আহমদের ইমামতিতে মরহুমের নামাজে জানাজা শেষে উত্তর মাহুতহাটি জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়- জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত (৯ ডিসেম্বর) দুপুরে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় সভায় উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন সহ মুক্তিযোদ্ধা ও উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ আনোয়ার হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা বেগতিক দেখে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে ওসমানী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওসমানী হাসপাতালের কর্তব্যরত ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করে জানান মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ব্রেন স্ট্রোক করেছেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের নামাজে জানাজায় অংশগ্রহণ করেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ইমরান আহমদ সরকারি মহিলা ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ড. এনামুল হক সরদার, গোয়াইনঘাট ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ফজলুল হক, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, কানাইঘাট জৈন্তা সার্কেল আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী, জৈন্তাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন, নিজপাট ইউপি আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বাবুল, জৈন্তাপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংবাদিক মনজুর আহমদ, সাংবাদিক নূরুল ইসলাম, জৈন্তাপুর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লি, বীর মুক্তিযোদ্ধাগণসহ কয়েক শতাধিক রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার ও জৈন্তাপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আবুল হোসেন মো. হানিফের পিতা আনোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ এমপি। জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও জৈন্তাপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।