সিলেটের ৭ পৌরসভায় বিএনপি’র প্রার্থী ষোষণা
সময় সিলেট ডট কম
দ্বিতীয় ধাপে সিলেটের ৭ টি সহ ৬১ টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এই ৭ টিসহ ৫৫ টি পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ধানের শীষের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
সিলেট বিভাগের ৭ পৌরসভায় বিএনপির প্রার্থীরা হলেন- সুনামগঞ্জ জেলার সদরে মোর্শেদ আলম, ছাতকে রাশিদা বেগম, জগন্নাথপুরে মো. হারুনুজ্জামান ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জে মোহাম্মাদ আবুল হোসেন, কুলাউড়ায় কালাম উদ্দিন আহমেদ এবং হবিগঞ্জ জেলার মাধবপুরে হাবিবুর রহমান ও নবীগঞ্জে ছাবির আহমেদ চৌধুরী।
উল্লেখ্য, এবার চার ধাপে পৌরসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট ১৬ জানুয়ারি। আর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপের তফসিল এখনো ঘোষণা হয়নি।