শায়েস্তাগঞ্জে তিন যানের সংঘর্ষ : চিকিৎসকসহ দু’ন নিহত
শায়েস্তাগঞ্জ সংবাদদাতা :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যান-অটোরিকশা ও টমটমের সংঘর্ষে এক চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুত্বর অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ ডিসেম্বর) শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর পোদ্দার (৩৫) ও ময়মনসিংহের অধিবাসী জুলহাস উদ্দিন (৫০)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন- শায়েস্তাগঞ্জ থেকে একটি অটোরিকশা ও টমটমের হবিগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।