নগরী থেকে গুলি লোডেড রিভলবারসহ যুবক গ্রেপ্তার
সময় সিলেট ডেস্ক :
সিলেট নগরী থেকে রিভলবারসহ মো. সাদিকুর রহমান ওরফে আজলা (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে নগরীর টিলাগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার মৃত সাজ্জাদুর রহমানের ছেলে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে শাহপরান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছে।
র্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে- শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর উপ অধিনায়ক মেজর মো. শওকাতুল মোনায়েমের নেতৃত্বে ও গণমাধ্যম কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন সমন্বয়ে টিলাগড়ের ভাটাটিকর এলাকায় অভিযান চালানো হয়। এসময় অস্ত্রসহ মো. সাদিকুর রহমান ওরফে আজলাকে গুলি লোডেড একটি রিভলবারসহ আট করা হয়।
উল্লেখ্য, তার বিরুদ্ধে শাহপরাণ থানায় দায়ের করা একটি মামলা আদালতে বিচারাধীন। এই মামলায় তার বিরেুদ্ধে আদালতের পরোয়ানা ছিল।