সাংগঠনিক সফরে সিলেট আসছেন সাখাওয়াত হোসেন শফিক
সময় সিলেট ডেস্ক :
প্রথম ধাপে অনুষ্ঠিত সিলেট বিভাগের ৩টি পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে গণসংযোগ ও জনসভায় অংশ নিতে ৩ দিনের সাংগঠনিক সফরে সিলেট আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক।
উল্লেখ্য যে, তিনি আগামী ২১ শে ডিসেম্বর বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। পরবর্তীতে একইদিনে সুনামগঞ্জ জেলার দিরাই পৌরসভায়, ২২ শে ডিসেম্বর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভায় এবং ২৩ শে ডিসেম্বর মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে জনসংযোগ, ও জনসভায় অংশ নিবেন।