সেনাবাহিনীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে কুচক্রি মহল: সেনাপ্রধান
সময় সিলেট ডেস্ক :
সেনাবাহিনীকে নিয়ে একটি কুচক্রি মহল গুজব ছড়িয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। রোববার (২০ ডিসেম্বর) সকালে সেনানিবাসে নবগঠিত মিলিটারি ডেন্টাল সেন্টার-এর পতাকা উত্তোলন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সেনাপ্রধান বলেন- কুচক্রি মহল চেষ্টা করেও কোনোভাবেই এসব গুজব দিয়ে সেনাবাহিনীতে বিভ্রান্তি ছড়াতে পারবে না। সেনাবাহিনী অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে। একই সাথে সেনাসদস্যদের এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।