বিশ্বনাথে বিজয় দিবস উপলক্ষে সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি :
মহান বিজয় দিবস’২০ উপলক্ষে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নস্থ পুরাতন হাবড়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এক সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় দৌলতপুর ইউনিয়ন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এই সাহিত্য আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর ইউনিয়ন সাহিত্য-সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. ভিবাংশু গুণ বিভু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশ্বনাথ সাংস্কৃতিক ঐক্য পরিষদের সভাপতি (সাম্যবাদী কবি) সাইদুর রহমান সাঈদ।
ছড়াকার সুহেল তালুকদারের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বী জনাব আজির হুসেন, সংঘটক কবির আহমদ, জাহেদুর রহমান তালুকদার, শাহজান আহমদ, কবি ও গীতিকার নিরঞ্জন মনি বিশ্বাস, কবি শেখ মো. কাউছার আলী, কবি তারেক লিমন, নিজাম উদ্দীন, সাইদুর রহমান সাদিক, ক্লিন্টন দেব রিগান, ছড়াকার ফোরকান আলী, মখবুল হোসেন, ফয়সল আহমদ, মো. মনজুর আলী প্রমুখ।