কমলগঞ্জে আম্বিয়া কেজি স্কুলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কমলগঞ্জ সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুলের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) বেলা ১টায় স্বাস্থ্যবিধি মেনে আম্বিয়া কিন্ডার গার্টেন স্কুল প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক বিশিষ্ট লেখক ও গবেষক ড. শোয়াইব জিবরান।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি লেখক ও গবেষক আহমেদ সিরাজের সভাপতিত্বে ও শিক্ষক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় সম্মনিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যাপক ড. সুলতানা জেসমিন, আম্বিয়া কেজি স্কুল প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) বিলকিস বেগম, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি মো. মুজিবুর রহমান, স্কুলের প্রতিষ্ঠাতা ব্যাংকার মো. সালাহ উদ্দীন, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশীদ ভূঁইয়া। স্বাগত বক্তব্য রাখেন আম্বিয়া কেজি স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা।
অনুষ্ঠানের শুরুতে ফুল ও উত্তরীয় পরিয়ে স্কুলের শিক্ষকবৃন্দ অতিথিদের বরণ করেন। কমলগঞ্জ উপজেলা সদরে আম্বিয়া স্কুল প্রতিষ্ঠার পর থেকে ২০ বছরের যাত্রা ও ফলাফল উপস্থাপন করেন স্কুলের অধ্যক্ষ মমতা রানী সিনহা। পরে স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।