বর্ণাঢ্য আয়োজনে সিলেটে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টাফ রিপোর্টার :
দৈনিক দেশ রূপান্তর এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী রোববার (২০ ডিসেম্বর) সিলেটে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নগরে শোভাযাত্রা, জন্মদিনের কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নগরের জিন্দাবাজারস্থ কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা বলেন- দায়িত্বশীলদের দৈনিক শ্লোগান নিয়ে মাত্র দুই বছর আগে যাত্রা করা দেশ রূপান্তর এখন দেশের অন্যতম শীর্ষ পত্রিকায় পরিণত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা তাদের এই যাত্রাকে ক্রমেই শাণিত করছে। বক্তারা বলেন- গণমাধ্যম দেশের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। দেশকে এগিয়ে নিতে দায়িত্বশীল সাংবাদিকতা অত্যন্ত জরুরি। দায়িত্বশীল সংবাদমাধ্যম দেশ পরিচালনার ভুল-ত্রুটি ধরিয়ে দেয়। সঠিক পথে চলার নির্দেশনা দেয়। যা খুবই গুরুত্বপূর্ণ। বক্তারা দেশ রূপান্তরের সমৃদ্ধ অগ্রযাত্রা প্রত্যাশা করে বলেন- সমাজ ও দেশের উন্নয়ন-রূপান্তরে দেশ রূপান্তর হোক সাহসী প্রেরণা।
দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেবের উপস্থাপনায় আলোচনাসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, বাসদ সিলেট জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ইফতেখার আহমদ লিমন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, নবনির্বাচিত সভাপতি আল আজাদ, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর ও সাংবাদিক রেজওয়ান আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরমান আহমদ শিপলু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশন সিলেটের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেটের স্থানীয় দৈনিক জৈন্তাবার্তার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমদ, জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সহ-সভাপতি মঈন উদ্দিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য প্রযুক্তি সম্পাদক সুলতান সুমন, নির্বাহী সদস্য ইউসুফ আলী, মিঠু দাস জয়, সাংবাদিক মনিকা ইসলাম, শাব্বীর আহমদ ফয়েজ, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান প্রতিবেদক তালুকদার আনোয়ারুল ইসলাম, জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, ফয়জুল আহমদ, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান হিসাবরক্ষক জামাল আহমদ চৌধুরী, বিজ্ঞাপন ব্যবস্থাপক ইকবাল হোসেন আনা, কর্মকর্তা যীশুতোষ দাশ, বিবেকানন্দ চক্রবর্তী, দৈনিক ভোরের দর্পণের সিলেট ব্যুরো চীফ বাপ্পা মৈত্র, আলোকচিত্রী সাংবাদিক নুরুল ইসলাম, পল্লব ভট্টাচার্য্য, বিপনন কর্মকর্তা সাগর তালুকদার, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার ইনচার্জ অমিত দাশ শিবু, সহকারী ইনচার্জ সঞ্জয় বণিক, এ আর বাবলু, মাসুদ আহমদ, মো. সাগর, তৈয়মুর রহমান, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাবেক সভাপতি শাহ আলম, হকার্স সমিতির নেতা মনির আহমদ, হারুনুর রশিদ, মহানগর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান শাহীন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাশেদুল ইসলাম প্রমুখ।
আলোচনাসভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগর প্রদক্ষিণ করে। এরপর অতিথিরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সূচনা করেন।
এদিকে করোনা পরিস্থিতির কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অনেকেই সশরীরে উপস্থিত না হয়ে মোবাইলফোনে যুক্ত হয়ে দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন- জাসদ সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবদুর রশীদ রেনু, দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর, দৈনিক একাত্তরের কথার সম্পাদক চৌধুরী মুমতাজ আহমেদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, আটাব সিলেট অঞ্চলের সাবেক সভাপতি আবদুল জব্বার জলিল, সাংবাদিক ও রাজনীতিবিদ মুক্তাদীর আহমেদ মুক্তা, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো ইনচার্জ সংগ্রাম সিংহ, দৈনিক সমকালের সিলেট ব্যুরো চীফ চয়ন চৌধুরী, স্টাফ রিপোর্টার মুকিত রহমানী, দেশ টিভির সিলেট প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক উজ্জ্বল মেহেদী, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, বণিক বার্তার সিলেট প্রতিনিধি দেবাশীষ দেবুসহ রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী অঙ্গনের আরও অনেকে।