মাধবপুরে ক্যান্সার আক্রান্ত রশিদ মিয়াকে চিকিৎসা সহায়তা প্রদান
সংবাদ বিজ্ঞপ্তি :
ক্যান্সারে আক্রান্ত রশিদ মিয়ার চিকিৎসার জন্যে জরুরি অর্থ দরকার। টাকা জোগাতে হিমশিম খাচ্ছেন দারিদ্র রশিদ মিয়ার পরিবার। এ খবর পেয়ে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বচ্ছতা গ্রুপ’ রশিদ মিয়ার হাতে ২০ হাজার টাকা প্রদান করেছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে মনতলা শাহজালাল সরকারী কলেজের হলরুমে ক্যান্সারে আক্রান্ত রশিদ মিয়ার চিকিৎসা সহায়তা তুলে দেওয়ার জন্য ছুটে গেলেন স্বচ্ছতা গ্রুপের কয়েক জন সদস্য। চিকিৎসা সহায়তা হস্তান্তরের সময় মনতলা শাহজালাল সরকারী কলেজের সাবেক সহকারী অধ্যাপক মহি উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন অধ্যক্ষ মেজাম্মেল হক।
সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক অলক চক্রবর্তী, অপরুপা বালিকা বিদ্যায়তনের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাহার, সাবেক ছাত্রনেতা আব্দুস ছামাদ সুমন, স্বচ্ছতা গ্রুপের সদস্য মশিউর রহমান মামুন, মামুন মিয়া, জুবায়ের আহমেদ স্বপন, শেখ ইমন আহমেদ, বাদল মিয়া, অর্জুন পাল, খায়রুল ইসলাম, সামসু উদ্দিন, আব্দুল কাদির জুয়েল।
ক্যান্সারে আক্রান্ত রশিদ মিয়ার বাড়ি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামে।
স্বচ্ছতার সদস্য সুলতান আলম বলেন- আমি প্রবাসী কিছু টাকা সমাজের অসহায় মানুষদের দিতে পারছি স্বচ্ছতার মাধ্যমে এটার আনন্দ বলে বুঝানো যাবে না। ক্ষুদ্র ব্যবসায়ী শেখ শামছুল হক বলেন প্রতি মাসে ইনকাম থেকে কিছু টাকা রেখে দেই সেবার জন্য।
চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন মিয়া বলেন- স্বচ্ছতা গ্রুপের যুবকেরা এলাকায় যে সেবামূলক কাজ করছেন, তা প্রংসনীয় ও অনুকরণীয়। স্বচ্ছতার সদস্যদের মতো সমাজের অন্যরা এগিয়ে এলে গরিবের কষ্ট অনেক কমবে।