মেয়র আরিফকে অভিনন্দন জানিয়ে শ্রমিক দলের আনন্দ সভা
সংবাদ বিজ্ঞপ্তি :
সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরী স্বাধীনতা রজতজয়ন্তী উদযাপন পরিষদ সিলেট বিভাগের আহবায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) কুমারপাড়ায় আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলীর সভাপতিত্বে ও সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়ার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য শফিকুর রহমান টুটুল, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম দিপন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক লিটন আহমদ চৌধুরী, জেলা যুবদল নেতা আব্দুশ শুকুর, হকার্স দলের সভাপতি আব্দুল আহাদ, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক শামসুল ইসলাম ডিসকো, মহানগর শ্রমিক দলের সহ-সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইশরাত জাহান খোকন, যুগ্ম-সম্পাদক চান মিয়া, মহানগর হকার্স দলের সাংগঠনিক সম্পাদক মালেক আহমদ, মহানগর শ্রমিক দলের অর্থ সম্পাদক রফিকুল আহমদ, দপ্তর সম্পাদক শাহজাহান আহমদ, প্রচার সম্পাদক ফরহাদ আহমদমহানগর হকার্স দলের যুগ্ম-সম্পাদক দিপু ইসলাম।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা শ্রমিক দলের সহ-সভাপতি নুরুল ইসলাম বাচ্চু, হাবিব আহমদ, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম ফয়সল, রাসেল আহমদ, সদস্য দুলাল আহমদ, রফিকুল ইসলাম রফিক, ইব্রাহিম, বাবুল চৌধুরী, হেলাল আহমদ, আনোয়ার হোসেন, রিবান আহমদ, শুভ আহমদ, জীবন চৌধুরী, মুক্তার তালুকদার, সোহাগ আহমদ, সবুজ আহমদ, রুবেল আহমদ, সাব্বির আহমদ, ইমরান খান, মো. বিপ্লব প্রমুখ।